এই পোস্টে মুসলিম নারীদের শিশুদের সাথে কিচ্ছা-কাহিনী শুনানোর গুরুত্ব এবং সীরাতে নবী থেকে শিশুদের জীবনযাপনের উপদেশ দেওয়া হয়েছে। এছাড়াও শিশুদের আগ্রহ ও ইচ্ছাসমূহ প্রকাশ করার উপকারিতা এবং শিশুকে সালাত এবং সাওমের মত ইবাদত শিখানোর গুরুত্ব নির্দেশ দেওয়া হয়েছে।
# মুসলিম নারী
একজন মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা এবং তার উপর অর্পিত আমানতকে অনুধাবন করা প্রয়োজন। নারীর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের সূচনার প্রথম ধাপ হল তার শিশু সন্তানদের পিতা গ্রহণের ক্ষেত্রে বর বাছাইয়ের জটিল ধাপ বা স্তরটি।